spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অভিনয়ের ইনিংস শুরু যুবরাজের

১৯ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং।

এবার নতুন ইনিংস শুরুর পালা। বাবা যোগরাজ সিংয়ের পথ ধরে ক্রিকেটের পর অভিনয়েই নামছেন তিনি।
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য অফিস’-এর ভারতীয় সংস্করণে অভিনয় করতে যাচ্ছেন সুদর্শন এ ক্রিকেট তারকা। একই নামে হটস্টারে প্রচারিত হবে ১৩ পর্বের ওয়েব সিরিজটি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনই ব্যাট-প্যাড চিরদিনের মতো তুলে রাখতে চান না যুবরাজ সিং। আইপিএলে না খেললেও বোর্ড অনুমতি দিলে, অন্য টি২০ লিগে খেলতে চান ভারতের বিশ্বকাপজয়ী দলের এ সদস্য।

সম্প্রতি এক সাক্ষাৎকারে যুবরাজ বলেন, নতুন কিছুর চেষ্টা করতে সবসময়ই ভালো লাগে। সারাজীবন ক্রিকেট খেলেছি, ক্রিকেটই সবকিছু দিয়েছে। কিন্তু, এটা জীবনের এত বড় অংশ জুড়ে ছিল যে, আর কিছু করার সময় পাইনি। তাই ভাবলাম, এবার অন্য কিছুর চেষ্টা করি, মজা হবে।

অভিনয়ে নিয়মিত হবেন কি-না এ প্রসঙ্গে তিনি বলেন, পথ খোলা আছে, ধীরে-সুস্থে সিদ্ধান্ত নেওয়া যাবে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss