spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কন্যাসন্তানের বাবা হলেন আমির

দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হলেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন অতিথি আসার খবর নিজেই দিয়েছেন এই তারকা ক্রিকেটার।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ইংল্যান্ড সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন আমির। এবার দিলেন কন্যাসন্তান আসার সুখবর। নিজের ফেসবুক পেজে সুখবর দিয়ে আমির লিখেছেন, ‘অবশেষে আল্লাহর রহমতে পৃথিবীতে এসেছে জয়া আমির।’

এরপরই আমির শুভেচ্ছায় ভাসছেন। তাঁর জাতীয় দলের সতীর্থ পেসার হাসান আলি লিখেছেন, ‘মাশাআল্লাহ, অভিনন্দন ভাই।’

টেস্ট অধিনায়ক আজহার আলি লিখেছেন, ‘অনেক অভিনন্দন জানাই। আল্লাহ নেক জীবন দান করুক।’

হারিস রউফ লিখেছেন, ‘অভিনন্দন জানাই, ভাই। আল্লাহ ভাগ্য ভালো করুক।’

এ ছাড়া উমর গুল ও জুনায়েদ খানরা অভিনন্দন জানিয়েছেন মোহাম্মদ আমিরকে।

২০১৬ সালে নার্জিস খানকে বিয়ে করেন আমির। ২০১৭ সালে এই দম্পতির ঘর আলো করে আসে প্রথম কন্যা, নাম মিনসা আমির। এবার আমির-নার্জিসের ঘরে এসেছে জয়া আমির।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss