বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান। রোববার (২১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী ওবায়েদ নাজিম।
মরগান দলে যোগ দেওয়ায় অধিনায়কত্বে কোনো পরিবর্তন আসবে কিনা এমন প্রশ্নের জবাবে নাজিম বলেন, ‘অধিনায়কত্ব নিয়ে আমাদের ভাবতে হবে। কারণ আমাদের সঙ্গে সাকিবও আছে এবং অনেকদিন থেকেই তিনি নেতৃত্ব দিয়ে আসছেন।’
সাকিবের নেতৃত্বেই ২০১৬ সালে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জেতার স্বাদ পায় ঢাকা ডায়নামাইটস। তবে বিগত দুই আসরে তার নেতৃত্বে ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেনি দলটি।
এবারই প্রথমবারের মতো বিপিএলে অংশ নিচ্ছেন মরগান। তবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে তিনি একেবারে নতুন মুখ নন। ২০১৪ সালে ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলেছিলেন তিনি।
চস/আজহার