সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় সিলেট জেলায় ১১ জন মারা গেছেন। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬ জনের মৃত্যু হয়েছে।
সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনায় ৯১৯ জন করোনায় মারা গেছেন। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬৭০ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৭৬ জনের নমুনা পরীক্ষায় ৩৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ দিন শনাক্তের হার ২৪ দশমিক ১৯ শতাংশ এবং সুস্থ হয়েছেন রেকর্ড ৭৫৮ জন।
মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৪৭ শতাংশ, সুনামগঞ্জে ১৩ দশমিক ১৯ শতাংশ, হবিগঞ্জে ১৭ দশমিক শূন্য ৫ শতাংশ ও মৌলভীবাজারে ২৭ দশমিক ৫৯ শতাংশ। এ দিন সিলেটে ২১৬ জন, সুনামগঞ্জে ২৪ জন, হবিগঞ্জে ৩৭ জন ও মৌলভীবাজারে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ওসমানী হাসপাতালের করোনা ইউনিটে ২৪৭ জন ভর্তি ছিলেন। এদের মধ্যে ১১ জন আইসিইউতে, ১৪৭ জন উপসর্গ নিয়ে ও ৮৯ জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন। এ দিন বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৩৪ জন ভর্তি ছিলেন; যার মধ্যে নগরীর বিভিন্ন হাসপাতালে ৪৩০ জন ভর্তি আছেন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এখন পর্যন্ত বিভাগে ৪৯ হাজার ৬২৮ জনের করোনা শনাক্ত হয়েছে; যার মধ্যে ৩৭ হাজার ৭৯৫ জন সুস্থ হয়েছেন।
চস/স