spot_img

২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ব্যক্তিগত তথ্য সুরক্ষায় হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

ব্যক্তিগত তথ্য সুরক্ষার দিক দিয়ে হোয়াটসঅ্যাপে রয়েছে টু ফ্যাক্টর অথেনটিকেশন, এন্ড-টু-এন্ড এনক্রিপশন এবং বার্তা অদৃশ্য হয়ে যাওয়ার মতো নানা ফিচার। এবার ব্যবহারকারীর সুবিধার্তে অ্যাপটি নিয়ে এসেছে ‘হোয়াটসঅ্যাপ লক’ নামে নতুন ফিচার।

এটিতে থাকছে টাচ আইডি, ফেস আইডি ও ফিঙ্গারপ্রিন্টের মতো নিরাপত্তা ফিচার। এ সুবিধার ফলে নির্দিষ্ট ব্যবহারকারী ছাড়া অন্য কেউ হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারবে না। নতুন ফিচার চালু করার পর অ্যাপটি আনলক করতে হলে ব্যবহারকারীকে অবশ্যই আইফোনে টাচ আইডি বা ফেস আইডি আর অ্যান্ড্রয়েডে ফিঙ্গারপ্রিন্ট আনলক সুবিধাটি ব্যবহার করতে হবে। ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় সংস্করণের ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। একবার ফিচারটি সক্রিয় করলে অ্যাপটি চালু করতে গেলে ব্যবহারকারীর আঙুলের ছাপ বা ফেস ব্যবহার করতে হবে। তবে অ্যাপটি লক থাকলেও ব্যবহারকারী আগের মতো কলের জবাব দিতে পারবেন।

অ্যাপল ডিভাইস: প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করে নিন। সেটিংস অপশনে গিয়ে ‘প্রাইভেসি ও সিলেক্ট স্ক্রিন লক’ অপশনে ক্লিক করলে ‘রিকোয়ার টাচ আইডি বা রিকোয়ার ফেস আইডি’ অপশন দেখতে পাবেন। এবার স্ক্যান করে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে কতক্ষণ পর লক হবে, তা নির্ধারণ করে দিতে হবে। আর যদি টাচ আইডি বা ফেস আইডির মাধ্যমে হোয়াটসঅ্যাপ আনলক না হয় তাহলে চাইলে আইফোন পাসকোড দিয়ে প্রবেশ করতে পারবেন।

অ্যান্ড্রয়েড ডিভাইস: হোয়াটসঅ্যাপ ওপেন করে মোর অপশনে ট্যাপ করতে হবে। এরপর সেটিংস অপশন থেকে ‘প্রাইভেসি’ অপশনটি নির্বাচন করুন। এবার স্ক্রল করে ‘অ্যাপ লক’ অপশনটিতে আলতো করে চাপুন। এখন আপনাকে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে আনলক চালু করতে হবে। সবশেষ অপশনটি নিশ্চিত করতে হলে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা মুখ স্ক্যান করতে হবে। আপনি যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হোয়াটসঅ্যাপে টাচ আইডি ও ফেস আইডি মুছে ফেলতে চান, তাহলে একইভাবে হোয়াটসঅ্যাপটি চালু করে সেটিংসের প্রাইভেসি অপশনে প্রবেশ করতে হবে। এরপর একটু নিচে গিয়ে অ্যাপ লক অপশন ক্লিক করে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে আনলক অপশন বন্ধ করতে পারবেন।

উল্লেখ, ফিঙ্গারপ্রিন্ট লক ফিচারটি কেবল অ্যান্ড্রয়েড ৬.০+ সংস্করণের ডিভাইসগুলোতে চলবে। চলমান ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি গুগল ফিঙ্গারপ্রিন্ট এপিআই সমর্থন করবে। ফেস স্ক্যানিং শুধু ফেস স্ক্যানার থাকা অ্যান্ড্রয়েড ডিভাইসে চলবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss