spot_img

২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

যেভাবে ফেসবুকের পুরনো ভার্সনে ফেরত যাবেন

নতুন ডিজাইনে লেআউট দিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’। দেখতে আকর্ষণীয় হলেও অনেকে এই নতুন লেআউট বুঝে উঠতে পারছেন না ঠিকভাবে। অনেকেই আবার চাইছেন পুরনো লেআউটেই ফিরে যেতে।

ফেসবুকের নতুন লেআউটের অনেক কিছুই বুঝে উঠতে সমস্যা হচ্ছে অনেকের। এ নিয়ে ফেসবুকেই ক্ষোভ ঝাড়তে দেখা গেছে ফেসবুক ব্যবহারকারীদের।

আগামী ১ অক্টোবর থেকে ফেসবুকের টার্মস অব সার্ভিসের ৩.২ সেকশন আপডেট করা হবে। এরইমধ্যে অনেক ব্যবহারকারীই নতুন লেআউট পেয়ে গিয়েছেন। আর এই নতুন আপডেট সহজভাবে নিতে পারেননি অনেক ব্যবহারকারীরাই।

কম্পিউটারে ‘গুগল ক্রোম’ ব্যবহারকারীরা চাইলেই নতুন ফেসবুক লেআউট থেকে ফিরে যেতে পারেন পুরোনো লেআউটে।

আরো পড়ুন: এক চার্জে নতুন মি ব্যান্ড চলবে ১৪ দিন

এক্ষেত্রে গুগল ক্রোমের এড এক্সটেশন দিয়ে ‘ওল্ড লেআউট ফর ফেসবুক’ এড করে নিলেই ফিরে পাবেন ফেসবুকের পুরোনো লেআউট।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss