spot_img

১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সারাদেশে শীত কমে বাড়ছে তাপমাত্রা

সারাদেশে বাড়ছে তাপমাত্রা, কাটছে শীতের প্রভাব। একই সাথে আজ চট্টগ্রামের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত সারাদেশে দুই থেকে তিনদিন তাপমাত্রা বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল থেকে তাপমাত্রা বেড়ে শীতের তীব্রতা কিছুটা কমেছে। একই সঙ্গে আওতা কমেছে শৈত্যপ্রবাহের। এছাড়া আজ থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

গতকাল চট্টগ্রামের তাপমাত্রা: গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সে. এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সে.।

আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত: আজকের সূর্যোদয় ভোর ৬টা ৩১ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪২ মিনিটে।

জোয়ার-ভাটা: কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হয় গত রাত ১টা ২২ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে আজ সকাল ৮টা ২০ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে দুপুর ১টা ৫৪ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে রাত ৮টা ২৩মিনিটে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss