spot_img

২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শনিবার থেকে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

কিছুদিন আগে বৃষ্টি হলেও কয়েকদিন ধরে পড়ছে তীব্র গরম। আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন গরম চলতে পারে আরও অন্তত দুই দিন। এরপর আবার বৃষ্টি শুরু হবে। চলবে চার দিন প্রায়। তবে রাজধানীতে আজ হালকা বৃষ্টি হতে পারে। তবে এতে গরম তেমন কমবে না, এমনটাই বলছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, মৌসুমী বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, দক্ষিণ–পূর্ব এশিয়ার উপকূলে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। স্থলসীমা পার হয়ে এ অঞ্চলে আসতে আসতে এটি আর ঘূর্ণিঝড় থাকবে না। তবে এর প্রভাবে বৃষ্টি হবে এ অঞ্চলে। এখন যেমন গরম পড়েছে, এটি আরও দুই দিন থাকবে। শনিবার থেকে বৃষ্টি হতে পারে। সেটি থাকবে তিন থেকে চার দিন।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss