spot_img

১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার
২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাহার উদ্দিন রায়হান

সর্বশেষ

দুর্ঘটনায় হাত হারানো রায়হানের আক্ষেপ

ভিক্ষা না করে পড়াশোনা করে ভুল করেছি!

আমার জীবনে সবচেয়ে বড় ভুল মনে হয় ভিক্ষা না করে পড়াশোনা করেছি। পড়ালেখা না করলে অন্তত না খেয়ে থাকতে হতো না, মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করলাম, ছোটকাল থেকে সামাজিক কাজ করলাম, প্রফেশনাল পর্যায়ে গিয়ে যেন পিছিয়ে না পড়ি তার জন্য নিজেকে যতটুকু পারি স্কীলআপ করলাম এবং নিজেকে প্রোএক্টিভ রাখার জন্য অযথা একটা সেকেন্ড সময় নষ্ট করলাম না। জীবনে ২৭ বছর সংগ্রাম করলাম কারো সাহায্য ছাড়া।

অথচ এখন জীবিকার তাগিদে যখন চাকরীর জন্য বড় বড় টাই পড়া লোকের সামনে নিজেকে উপস্থাপন করি, তাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া হলেও তারা মনে করে আমি কিভাবে কাজ করবো, আমি তো স্পেশাল, ফাইলপত্র কিভাবে ঠিক রাখবো, কম্পিউটারের কিভাবে টাইপিং করবো সহ সব … মার্কা প্রশ্ন।

আমার যে মানসিক শক্তি দিয়ে সকল কাজ করার এভিলিটি দেখইয়েছি এবং দেখাতে পারবো এটা তারা বুঝেও না বুঝার ভান করে। আজকে পড়াশোনা না করলে ব্যাংকে ১০ লক্ষ টাকা অন্তত জমা থাকতো, এমন এক চিপায় পড়লাম খেতে পারছি না বিষ, না পারছি এদের ধরে এনে মাথায় আঘাত করে বুঝাতাম পারি কিনা দেখ।

তাহলে কি জীবন থেকে এতগুলো বছর অর্থহীনভাবে পড়াশোনার জন্য নষ্ট হয়ে গেলো?

 

(লেখাটি বাহার উদ্দিন রায়হানের ফেসবুক থেকে নেওয়া)

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss