spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কাপ্তাইয়ে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজের তিন দিন পর রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থী তাহসিন (১২) এর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের ডলুছড়ি এলাকার কর্ণফুলী নদীর পাড়ে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিস এর সদস্যদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

নিহত তাহসিন রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর গ্রামের আবুল হোসেন এর ছেলে।

কাপ্তাই ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশটি কর্ণফুলী নদীর পাড়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দিয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধারে কাজ করে। এর আগে শিশুটি নদীতে নিখোঁজের পর ফায়ার সার্ভিস কর্মীদের ডুবুরি দল লাশটি উদ্ধারে অভিযান পরিচালনা করেছিলো বলে তিনি জানান।

এদিকে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম জানান, ফায়ার সার্ভিস সদস্যদের কাছ থেকে খবর পাওয়া পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত শনিবার (৯ ডিসেম্বর) বেলা ৩টার দিকে কাপ্তাইয়ের কয়লারডিপু এলাকায় কর্ণফুলী নদী পার হওয়ার সময় ছোট ডিঙি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয় তাহসিন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss