spot_img

২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বাঁশখালীতে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজের ২ দিন পর শিশু তাহমিদদের (৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাহমিদ পুঁইছুড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. আলমের ছেলে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরে স্থানীয় লোকজন বাড়ির অদূরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে।

তাহমিদের ফুফা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইমরান জানান, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর থেকে তাহমিদ নিখোঁজ ছিল। দুইদিন পর বৃহস্পতিবার ভোরে পুকুরে মৃত ও রক্তাক্ত অবস্থায় তাকে ভাসতে দেখে স্থানীয়রা। ধারণা করছি, গত রাতে তাকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss