spot_img

২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রামুতে সন্ত্রাসী হামলায় বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের রামুতে সন্ত্রাসী হামলায় মোকতার আহমদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত মোকতার আহমদ উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া পাড়ার বাসিন্দা।

এসময় নিহতের ছেলে মনির উদ্দিনও আহত হয়েছেন।

বুধবার (২০ ডিসেম্বর) রাত ১০টায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনেরা জানিয়েছেন, স্থানীয় সাবেক মেম্বার আবু তাহেরের ছেলে সোহেল ও তার সহযোগী রাসেলসহ একদল সন্ত্রাসী দীর্ঘদিন ধরে মোকতার আহমদের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় গতকাল রাতে মোকতার আহমদের উপর সন্ত্রাসীরা হামলা চালায়। খবর পেয়ে বাঁচাতে গেলে মোকতার আহমদের ছেলে মনির উদ্দিনও সন্ত্রাসীদের হামলায় আহত হন। স্থানীয়রা আহত পিতা-পুত্রকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে রাতেই পিতার মৃত্যু হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালানো হয়েছে। হামলার পর গুরুতর আহত মোকতার আহমদ ও তার ছেলে মনির উদ্দিনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোকতার আহমদ। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss