spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৯

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। এতে নারী, শিশুসহ নয় জন রোহিঙ্গা আশ্রয়প্রার্থী দগ্ধ হয়েছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই ক্লাস্টারের সফি আলমের মেয়ে মোবাশ্বিরা (৩), আবদুল হাকিমের ছেলে বশির উল্লাহ (১৫), আবদুর শুক্কুরের মেয়ে রশিদা (৩), আজিজুল হকের মেয়ে জোবায়দা (১১), আমিনা খাতুন (২৪), মোহাম্মদ তৈয়বের ছেলে সফি (১২), সফি আলমের ছেলে রবিউল (৫), আজিজুল হকের ছেলে সোহেল (৫) ও রাসেল (৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারের একটি কক্ষের বারান্দায় থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে পাশে থাকা নারী ও শিশুসহ নয় জন দগ্ধ হন। আশপাশ থেকে অন্যরা এগিয়ে এসে দ্রুত নিভিয়ে ফেলায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। দগ্ধদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সাত জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে কোনও কক্ষের ক্ষয়ক্ষতি হয়নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss