spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৪ এ মোহাম্মদ ইলিয়াস (৪৩) নামের এক হেড মাঝিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৩ মে) ভোরের দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ইলিয়াস ক্যাম্পের বাসিন্দা আবুল কাশেমের ছেলে। তিনি ওই ক্যাম্পের হেড মাঝি হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, গত রাতে অজ্ঞাত ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী অতর্কিতভাবে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এরপর ইলিয়াসকে ঘর থেকে বের করে নিয়ে যান। পরে বসতবাড়ি সংলগ্ন হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে নিয়ে গুলি করে হত্যা করেন। ঘটনার পর উখিয়া থানার একদল পুলিশ সেখানে যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উখিয়া থানার ওসি শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss