spot_img

২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের হেনস্তা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

কক্সবাজারে সমুদ্র সৈকতে ঘুরতে আসা নারীদের হেনস্তার ঘটনায় জড়িত মো. ফারুকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদরদপ্তর জানায়, কক্সবাজারে সমুদ্র সৈকতে ঘুরতে আসা নারীদের হেনস্তা ও মারধরসহ হয়রানির ঘটনায় জড়িত মো. ফারুকুল ইসলামকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুক্রবার রাতে মো. ফারুকুল ইসলামকে (২২) কক্সবাজার সদরের কালুর দোকান এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়।

উল্লেখ্য, কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েকজন যুবক কর্তৃক নারীকে প্রকাশ্যে হেনস্তা, অবমাননা ও শারীরিক নির্যাতনের ঘটনা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হয়। ভিডিও দেখে ঘটনায় অভিযুক্ত মো. ফারুকুল ইসলামকে শনাক্ত করা হয়।

এই ঘটনায় ভুক্তভোগী নারী রিয়া মণি ফারুকুল ইসলামকে প্রধান করে অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে এজাহার দেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss