spot_img

১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার
২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ছাগলনাইয়ায় সড়কের পাশে মিলল যুবকের মরদেহ

ফেনীর ছাগলনাইয়ায় বেলাল হোসেন মোছাদ্দির (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) পৌরসভার দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়ের সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবক একই ওয়ার্ডের মিন্টু মোছাদ্দিরের ছেলে।

নিহত বেলালের বাবা জানান, নিহত বেলালের মা অনেক আগেই মারা গেছেন। তাদের পারিবারিকভাবে কোনও শত্রু নেই। কিন্তু মা-হীন ছেলের মৃত্যু কীভাবে হয়েছে তা খুঁজে বের করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন। ছাগলনাইয়া থানা পুলিশ বেলালের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, বেলাল ছাগলনাইয়া বাজারে মুদি দোকানের চাকরি করলেও প্রতিদিনের মতো মঙ্গলবার রাত দশটায় বাড়িতে আসলে তার এক ঘণ্টা পর বাড়ির পাশে দোকানে গেলে আর বাড়ি ফিরে আসেননি। বুধবার ফজরের নামাজের পর রাস্তার পাশে বেলালের মরদেহ দেখতে পায় এলাকার লোকজন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর এলাকায় একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। খোঁজখবর নেয়া হচ্ছে। বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss