চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সামাপ্রু মারমা (৬৫) নামে এক নারীর মরদেহ কর্ণফুলী নদী থেকেউদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার গোডাউন ব্রিজের সরফভাটা অংশে কর্ণফুলী নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে মরদেহটি উঠে আসে।
নিহত সামাপ্রু মারমা রাঙামাটির বেতবুনিয়া উপজেলার কলমপতি বড়পাড়া গ্রামের সুইচাবাই চৌধুরীর মেয়ে।
রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানান, ‘মরদেহটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। সঙ্গে থাকা একটি জাতীয় পরিচয়পত্র থেকে ওই নারীর নাম জানা গেলেও বিস্তারিত জানা যায়নি। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলার পর মৃত্যুর কারণ জানা যাবে।’
চস/স