বান্দরবানে জেলা প্রশাসনের ভূমি কর্মকর্তাসহ নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে পার্বত্য জেলা বান্দরবানে করোনায় ২ জনের মৃত্যু ও ৭৬ জন করোনায় আক্রান্ত হলেন।
পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি কারোনায় আক্রান্ত হওয়ার পর তিনি এখন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও জেলা সদরে ৬০ বছরের ঊর্ধ্বে দুজন মারা যান।
আরো পড়ুন: লকডাউন আসছে বান্দরবানের দুই উপজেলায়
সিভিল সার্জন ডাক্তার অংশৈ প্রু মারমা জানিয়েছেন, বান্দরবানে দ্রুত আক্রান্তের সংখ্যা বাড়ছে। যে কারণে প্রশাসন সদর উপজেলা পৌর এলাকা ও রুমা উপজেলা লকডাউন করে দিয়েছে।
চস/স