টিকটক ভিডিও নির্মাতা ইয়াসীন আরাফাত অপু ও তার সহযোগী নাজমুল হাসানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
পথচারীকে মারধরের মামলায় সোমবার গ্রেপ্তারের পর মঙ্গলবার আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে তিন দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ।
শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মাহমুদা আক্তার জামিন ও রিমান্ড উভয় আবেদন নাকচ করে এই দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আদিল হোসেন জানান, টিকটক ভিডিও বানানোর সময় রোববার সন্ধ্যায় উত্তরার আলাউল এভিনিউতে এক প্রকৌশলী ও তার বন্ধুদের মারধর করেন অপু ও তার সঙ্গীরা।
তিনি জানান, মারধরের শিকার প্রকৌশলী মেহেদি হাসান রবিনের বাবা পরে থানায় মামলা করেন। এরপরই সোমবার অপু ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ইয়াসীন আরাফাত অপু ‘টিকটক অপু’ নামে পরিচিত। টিকটকে তার বিপুলসংখ্যক অনুসারী রয়েছে।
চস/আজহার