ময়মনসিংহে ফুলপুর মাইক্রোবাস উপজেলার বাশাতি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ আটজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৯ টার দিকে উপজেলার পশ্চিম বাসাতি এলাকার ময়মনসিংহ-শেরপুর মহাসড়কেএ দুর্ঘটনা ঘটে বলে জানান ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী।
হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ওসি বলেন, মাইক্রোবাসটি ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই শিশুসহ আটজন নিহত হয়।
আরো পড়ুন: চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ১২৮ জন
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশগুলো উদ্ধার করে বলে জানান ইমারত। আহতদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চস/স