জনবল নিয়োগ দেবে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি)। নন–ক্যাডারে ৯ম, ১০ম ও ১১তম গ্রেডের বিভিন্ন পদে এ নিয়োগ দেয়া হবে। এ লক্ষ্যে আগ্রহীদের কাছ থেকে আবেদন চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
কোন পদে কতজন নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: ১৩ পদে মোট ৭৬ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে সিনিয়র স্টাফ নার্স পদে সর্বোচ্চ ৫২ জনকে আর জুনিয়র ইনস্ট্রাক্টর কারিগরি প্রশিক্ষক পদে দ্বিতীয় সর্বোচ্চ ১২ জনকে নেয়া হবে। পদসংখ্যা ও বেতন নিম্নে দেয়া হলো-
১) পদের নাম: জুনিয়র ইনস্ট্রাক্টর (রেডিও কমিউনিকেশন)—পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২২,০০০/-৫৩,০৬০/–।
২) পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার
পদসংখ্যা: ১টি—বেতন স্কেল: ২২,০০০/-৫৩,০৬০/–।
৩) পদের নাম: সহকারী প্রোগ্রামার
পদসংখ্যা: ১টি—বেতন স্কেল: ২২,০০০/-৫৩,০৬০/–।
৪) পদের নাম: পুষ্টি উন্নয়ন কর্মকর্তা
পদসংখ্যা: ১টি—বেতন স্কেল: ২২,০০০/-৫৩,০৬০/–।
৫) পদের নাম: এসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১টি—বেতন স্কেল: ২২,০০০/-৫৩,০৬০/–।
৬) পদের নাম: জুনিয়র ইনস্ট্রাক্টর কারিগরি
পদসংখ্যা: ১২টি—বেতন স্কেল: ১৬,০০০/-৩৮,৬৪০/।
৭) পদের নাম: উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)
পদসংখ্যা: ১টি—বেতন স্কেল: ১৬,০০০/-৩৮,৬৪০/–।
৮) পদের নাম: উপসহকারী প্রকৌশলী (অপটিক্যাল)
পদসংখ্যা: ১টি—বেতন স্কেল: ১৬,০০০/-৩৮,৬৪০/–।
৯) পদের নাম: উপসহকারী প্রকৌশলী (অপটিক্যাল)
পদ সংখ্যা: ১টি—বেতন স্কেল: ১৬,০০০/-৩৮,৬৪০/ টাকা।
১০) পদের নাম: সিনিয়র স্টাফ নার্স
পদসংখ্যা: ৫৪টি—বেতন স্কেল: ১৬,০০০/-৩৮,৬৪০/ টাকা।
১১) পদের নাম: উপসহকারী প্রকৌশলী (হার্ডওয়্যার, সফটওয়্যার ও নেটওয়ার্ক)—পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১৬,০০০/-৩৮,৬৪০/ টাকা।
১২) পদের নাম: সিনিয়র ইনস্ট্রাক্টর (ট্রেড)
পদসংখ্যা: ১টি—বেতন স্কেল: ১২,৫০০/-৩০,২৩০/ টাকা।
১৩) পদের নাম: সিনিয়র ইনস্ট্রাক্টর (ট্রেড)
পদসংখ্যা: ১টি—বেতন স্কেল: ১২,৫০০/-৩০,২৩০/ টাকা।
আবেদন শুরু
৩১ জুলাই ২০১৯ তারিখ দুপুর ১২টা।
আবেদনের শেষ সময় ৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখ সন্ধ্যা ৬টা।
যেভাবে আবেদন করবেন:
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা অনলাইনে পিএসসির www.http://bpsc. teletalk.com.bd/ncad ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পাবেন।
চস/সোহাগ