spot_img

২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাজশাহীতে মদপানে বিষক্রিয়ায় ৩ জনের মৃত্যু

রাজশাহীতে মদপানে বিষক্রিয়ায় তিন জনের মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় আরও দুই জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন- মহানগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফায়সাল (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫) ও মহানগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫)।

হাসপাতাল সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে মদপানে অসুস্থ আরও দুই জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এরা হলেন- হেতেমখাঁন এলাকার মৃত লুৎফুর রহমানের ছেলে তুহিন (২৬) এবং একই এলাকার হাবিবের ছেলে কলপ (২২)। তারা হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

ওসি জানান, শুক্রবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে মহানগরীর হোসনীগঞ্জ এলাকায় তারা মদপান করেন। তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss