বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী প্রচারণার কার্যালয় ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৩জানুয়ারি) ভোরে পৌরসভার শ্রীরামপুর এলাকায় ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে এ ঘটনা ঘটে।
কাউন্সিলর প্রার্থী বিপ্লব কুমার দত্ত জানান, টেবিল ল্যাম্প প্রতীকের নির্বাচনী প্রচারণার জন্য ওই এলাকায় একটি কার্যালয় রয়েছে। প্রতিদিনের মতো মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ১২টা পর্যন্ত কর্মী-সমর্থকরা প্রচারণা শেষে কার্যালয় থেকে বাড়ি যান। বুধবার (১৩ জানুয়ারি) সকালে এসে কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি দেখতে পান। দুর্বৃত্তরা ভোরের দিকে নির্বাচনী কার্যালয়ে হানা দিয়ে ভাঙচুর এবং আগুন দিয়েছে বলে ধরণা করছেন তিনি।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আবুল কালাম আজাদ বলেন, কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি মৌখিকভাবে শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত: আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে শেরপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে চার, কাউন্সিলর পদে ৩৬ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চস/আজহার