৩৩ রকমের ক্ষতিকারক এবং যৌন উত্তেজক ওষুধসহ দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এসব ওষুধ সংরক্ষণ এবং বিক্রির দায়ে তাদেরকে চার লাখ টাকা জরিমানাসহ কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, একই এলাকার আবু মোজাফফরের স্ত্রী মমতাজ পারভিন (৪৬), জহুরুল ইসলামের ছেলে মো. খাইরুল ইসলাম (৩৭) ও আবু জাফরের স্ত্রী সুরাইয়া তানজিম (২৫)।
নাটোর র্যাব জানায়, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার এএসপি মো. মাসুদ রানার নেতৃত্বে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল।
আরো পড়ুন: মানিকগঞ্জে ইউপি সদস্য হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড
সেই সময় ডা. রাজেশ কুমার সাহা ও ড্রাগ সুপার মাখনুন তাবাসছুমের উপস্থিতিতে সুরাইয়া তানজিম ও মমতাজ পারভিনকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া আটককৃত খাইরুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।
চস/স