spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

টেকনাফে ২ ইয়াবা কারবারি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ দুই ইয়াবা কারবারি নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ মার্চ) সকালে এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায় নি।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান। এ সময় ঘটনাস্থল থেকে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. রুবায়াৎ কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, টেকনাফের নাফ নদীর নাজিরপাড়া পয়েন্ট দিয়ে ইয়াবার একটি বড় চালান টেকনাফে ঢুকবে, এমন গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোরে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেয়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দুর্বৃত্তরা পিছু হটলে পরে ঘটনাস্থল থেকে ৩ লাখ ৬০ হাজার ইয়াবাসহ অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

আরো পড়ুন: বাস থেকে প্রতিবন্ধী নারীকে ধাক্কা দেওয়া সেই চালক-হেলপার গ্রেফতার

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক মূল্য ১০ কোটি ৮০ লাখ টাকা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss