spot_img

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আসছে সিয়াম-পরীমনির ‘বায়োপিক’

এ সময়ে ঢালিউডে জনপ্রিয়তা কিংবা ব্যস্ততায় সবার উপরে যার নাম তিনি পরীমনি। সর্বশেষ ২০২০ এর ডিসেম্বরে চয়নিকা চৌধুরীর পরিচালনায় মুক্তি পায় পরীর ‘বিশ্বসুন্দরী’। সিনেমাটিতে পরীর বিপক্ষে ছিলেন সিয়াম।

এবার পরীর সাথে আবার জুটি বাঁধছেন সিয়াম। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির নাম ‘বায়োপিক’। এটি পরিচালনা করবেন সঞ্জয় সমদ্দার। এটি তার প্রথম সিনেমা। নাট্য নির্মাতা হিসেবে পরিচিত তিনি। সম্প্রতি তার ‘কনক চাপা’ নাটকটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

রোববার (১৪ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে আরটিভির কার্যালয়ে ছবিটিতে তারা চুক্তিবদ্ধ হয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর পরী ফেসবুকে পোস্টে বলেছেন, “১৪ তারিখ সবসময় সৌভাগ্যের আমাদের জুটির জন্যে। সিয়াম আহমেদ আরো একবার সহ্য করতে হবে আমাকে।”

আরো পড়ুন: প্রীতিলতা হয়ে আসছেন পরীমনি

প্রসঙ্গত, ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তৌকির আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’। সিনেমাটিতে অভিনয় করছেন পরীমনি। এছাড়া সিনেমাটিতে আরো অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শ্যামল মওলা, রওনক হাসান, মামুনুর রশীদ, আবুল হায়াত, শহীদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবুসহ অনেকে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss