মাদারীপুরের শিবচরে বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী স্পিডবোটের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।
সোমবার (৩ মে) সকাল ৭টায় বাংলাবাজার ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিস ও নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।
আরো পড়ুন: চট্টগ্রামে করোনায় আরও ৭ মৃত্যু
শিবচর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ শ্যামল বিশ্বাস বলেন, শিমুলিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজারের দিকে যাচ্ছিল। কাঁঠালবাড়ি (পুরাতন ফেরিঘাট) ঘাটের কাছে পৌঁছালে স্পিডবোটটির সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে ২৬ জন নিহত হন এবং ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
চস/স