spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে মৃত্যুহীন দিনে ১৩৭ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩৭ জন। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ৪৪৪ জনে।

শনিবার (২২ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের আটটি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ১৬৮টি নমুনা পরীক্ষায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৯৮ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৩৯ জন।

এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৫২ হাজার ৪৪৪ জন। যার মধ্যে নগরীর ৪১ হাজার ৯০৭ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১০ হাজার ৫৩৭ জন।

আরো পড়ুন: ২৪ মে থেকে চালু হতে পারে দূর পাল্লার বাস

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কেউ মারা না গেলেও করোনায় চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ৫৯৩ জনের। যার মধ্যে নগরীর ৪৩২ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৬১ জন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss