এক ঘণ্টায় সিলেটে চারবার স্বল্পমাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৭ মিনিটের সময় প্রথমে ভূমিকম্প অনুভব হয়। এ কম্পনের রেশ কাটতে না কাটতে ফের ১০টা ৫১ মিনিটে সামান্য কম্পন অনুভব হয়। এরপর সকাল ১১টা ৩০ মিনিটে তৃতীয়বার ভূমিকম্প অনুভূত হয়। এর ঠিক চার মিনিট পর ১১টা ৩৪ মিনিটে চতুর্থবার ভূমিকম্প অনুভূত হয়।
জানা যায়, ভূমিকম্পের ধাক্কা বড় হলেও এর স্থায়িত্ব ছিল একেবারেই কম। প্রতিটি এক সেকেন্ডের কম বলেও ধারণা করা হচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে তাৎক্ষণিক এর স্থায়িত্ব, উৎপত্তি এবং এর মাত্রা সম্পর্কে কিছুই জানাতে পারেনি।
আরো পড়ুন: ১৩ মিনিটের ব্যবধানে সিলেটে ২ বার ভূমিকম্প
এদিকে চারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় সিলেটসহ এর আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।
চস/স


