spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে যশোরে বাবা-ছেলের মৃত্যু

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে যশোরের চৌগাছা উপজেলায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ আগস্ট) সকালে চৌগাছার সিংহঝুলি গ্রামের হাদিউজ্জামানের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় এ ঘটনা ঘটে।

চৌগাছা উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামে মধু দাস (৪৬) ও তার ছেলে সাগর দাস (২৫) এ ঘটনায় মারা গেছেন।

যশোর পুলিশের মুখপাত্র ও ডিবি ওসি রূপন কুমার সরকার জানান, সকাল সাড়ে ৭টার দিকে সিংহঝুলি গ্রামের হাদিউজ্জামানের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করছিলেন মধু দাস ও তার ছেলে। এ সময় মধু দাস ট্যাংকের ভেতর পড়ে যায়। কিছু সময় অপেক্ষার পর তার বাবাকে বাঁচানোর জন্য সেপটিক ট্যাংকের ভেতরে নামে সাগর।

আরো পড়ুন: চট্টগ্রামে করোনায় ৭ মৃত্যু, শনাক্ত ২৩০

পরে সাগর দাসও ভেতর থেকে না ওঠায় স্থানীয় লোকজন যশোর ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। যশোর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে বাবা ও ছেলের মৃতদেহ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে। বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss