spot_img

৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবির ঘটনায় নিহত বেড়ে ২২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে ট্রলারডুবির ঘটনায় শেষ খবর পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সবশেষ এক শিশুর মরদেহ উদ্ধারের মাধ্যমে এ সংখ্যা ২২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুই বেশি।

শনিবার (২৮ আগস্ট) সকাল পৌনে ১০টায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা ট্রলারডুবির স্থান থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহ উদ্ধার করা শিশুটির নাম নাশরা। সে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৈরতলা এলাকার হারিছ মিয়ার মেয়ে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ট্রলারডুবির ঘটনায় শিশু নাশরা নিখোঁজ ছিল। তাকে উদ্ধারের জন্য সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয়। পরে পৌনে ১০টায় নাশরার মরদেহ উদ্ধার করা হয়। ডুবে যাওয়া নৌকাটি উদ্ধারের চেষ্টা চলছে।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টায় বালুবাহী ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারটি ওইদিন বিকেল সাড়ে ৪টায় বিজয়নগর উপজেলার চম্পকনগর নৌকাঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss