spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এবার বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী

বিয়ে নিয়ে প্ল্যানিং তো সবারই থাকে। হোক না তিনি গ্ল্যামার গার্ল জাহ্নবী কাপুর, বলিউডের অন্যতম ‘প্রমিসিং অ্যাক্টর’। জীবনের বিশেষ দিনে শ্রীদেবী কন্যারও রয়েছে হাজারও রকম প্ল্যান।

কীভাবে বিয়ে করবেন, কোথায় হবে তার বিয়ে, আর কেমনই বা হবে তার মনের মানুষ-সেসব নিয়ে মুখ খুললেন ‘ধড়ক গার্ল’।

কেমন জীবনসঙ্গী পছন্দ তার? এসব বিষয় নিয়ে সাক্ষাৎকারে জাহ্নবী জানান, নিজের কাজের ব্যাপারে তার মনের মানুষকে হতে হবে নিবেদিত। মুখ গোমড়া মানুষ একেবারেই না-পছন্দ তার। হাসিখুশি, মিষ্টি স্বভাবের না হলে কিছুতেই সেই ব্যক্তি গলাতে পারবে না জাহ্নবীর মন। তার জীবনজুড়ে যেন জাহ্নবীরই অস্তিত্ব থাকে শুধু। ভালবাসার মানুষকে নিয়ে আর পাঁচজনের মতই বেশ ‘পসেসিভ’ তিনি।
বিয়ের জন্যও রয়েছে হাজারো পরিকল্পনা। তিরুপতির মন্দিরে গিয়েই বিয়ে করবেন বলে ঠিক করেছেন জাহ্নবী। জাঁকজমকে ভরা বিয়ের দরকার নেই তার। ছিমছাম হোক ক্ষতি নেই, তাতে যেন প্রাণ থাকে। বিয়েতে কাঞ্জিভরম শাড়িতে সেজে ওঠার ইচ্ছে তার।

মা শ্রীদেবী ছিলেন দক্ষিণ ভারতীয়। তাই বিয়ের মেনুতেও অবশ্যই চাই দক্ষিণ ভারতের ছোঁয়া। জাহ্নবীর বক্তব্য, মা বেঁচে থাকলে অবশ্য মেয়ের চয়েসের উপর এতটুকুও ভরসা করতেন না। শ্রীদেবী সবসময় বলতেন, নতুন প্রজন্ম নাকি সহজেই প্রেমে পড়ে যায়।

তাহলে কি খুব শিগগিরই বিয়ের সানাই বাজতে চলেছে বনি কাপুরের বাড়ির অন্দরে? সে বিষয়ে অবশ্য এখনও কিছুই জানাননি জাহ্নবী।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss