spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে বাস-ট্রেন-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের ঝাউতলা রেল ক্রসিংয়ে বাস, ডেমু ট্রেন ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একজন পুলিশ সদস্যসহ ২ জন নিহত হয়েছেন। শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান।

তিনি জানান, আহতদের উদ্ধার করে হাসপাদালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ওই এলাকার সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করলে আবার যান চলাচল শুরু হয়।

আহতদের উদ্ধার করে হাসাপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহত দুইজনের মধ্যে পুলিশ কনস্টেবল মো. মনিরের নাম জানা গেছে। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss