spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আগ্রাবাদে বস্তিতে আগুন, পুড়ে গেছে ৩৩টি ঘর

চট্টগ্রাম মহানগরীর একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সদরঘাট থানার আগ্রাবাদ ডিটি রোড এলাকার বস্তিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে ৩৩টি ঘর পুড়ে গেছে।

শনিবার (১১ ডিসেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, ভোর ৪টা ২০ মিনিটে খবর আসে, আগ্রাবাদ ডিটি রোডের বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে বন্দর ও আগ্রাবাদ স্টেশন থেকে ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘণ্টা ৪০ মিনিটের চেষ্টায় সকাল ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বস্তির তিন সারিতে থাকা ৩৩টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss