spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আবারও করোনা পজিটিভ পার্নো

বলিউডের মতো টলিউডেও করোনায় আক্রান্ত তারকাদের তালিকা ধীরে ধীরে লম্বা হচ্ছে। জনপ্রিয় সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলী, নির্মাতা সৃজিত মুখার্জী জানান করোনায় আক্রান্ত হওয়ার কথা।

এবার অভিনেত্রী পার্নো মিত্র জানালেন, তিনিও আক্রান্ত হয়েছেন মহামারি এই ভাইরাসে। সোশ্যাল মিডিয়ায় পার্নো লিখেছেন, ‘আমি আবার করোনায় আক্রান্ত। তবে খুব অল্প সংক্রমণ আছে। ইতোমধ্যে নিভৃতবাসে চলে গিয়েছি।’

তিনি আরও লেখেন, ‘অনুরোধ করছি, গত কয়েক দিনে যারা আমার সঙ্গে ছিলেন বা আমার সংস্পর্শে এসেছেন, নিজেদের নিভৃতবাসে রাখুন এবং করোনা পরীক্ষা করিয়ে নিন। সবাই দয়া করে মাস্ক ব্যবহার করুন ও সাবধানে থাকুন।’

এর আগে গত বছরের এপ্রিলে যখন বিধানসভা ভোটের প্রচারে ব্যস্ত ছিলেন, তখন করোনায় আক্রান্ত হয়েছিলেন পার্নো। অর্থাৎ ভ্যাকসিন নেওয়ার পরও এই অভিনেত্রী দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হলেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss