spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: চট্টগ্রামে মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২১৭

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা কমে নতুন করে ২১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ। এদিন করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১০টি ল্যাবে ৩ হাজার ১২৩টি নমুনা পরীক্ষা করে ২১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১১ জনই নগরীর বাসিন্দা।

বাকি ১০৬ জনের মধ্যে লোহাগাড়ার ৪, সাতকানিয়ার ৯, বাঁশখালীর ৫, আনোয়ারার ৪, চন্দনাইশের ১১, পটিয়ার ১১, বোয়ালখালীর ৮, রাঙ্গুনিয়া ৮, রাউজানের ৭, হাটহাজারীর ১২, ফটিকছড়ির ৯, মিরসরাইয়ের ১১, সীতাকুণ্ডের ৬ ও সন্দ্বীপ উপজেলার ১ জন রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঁচজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৭৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৪৮ জন, অ্যান্টিজেন টেস্টে ১৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২১ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১১ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৫ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১১ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের ল্যাবে ৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৫৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯০ হাজার ৬১১ জন। উপজেলার বাসিন্দা ৩৩৯৩১ জন।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরীর। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৬ জনের।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss