চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন ১৮২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৭ দশমিক ৭৮ শতাংশ। এ সময়ে শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আজকের (১২ ফেব্রুয়ারি) প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর ৯ ল্যাবরেটরিতে গতকাল ২ হাজার ৩৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ১৮২ জনের মধ্যে শহরের বাসিন্দা ৭৯ জন ও ১৪ উপজেলার ১০৯ জন।
উপজেলার ১০৯ জনের মধ্যে রাউজান ও ফটিকছড়িতে ১৩ জন করে, বোয়ালখালীতে ১২ জন, হাটহাজারী ও লোহাগাড়ায় ১১ জন করে, সীতাকুণ্ড, মিরসরাই ও আনোয়ারায় ৯ জন করে, পটিয়া ও সাতকানিয়ায় ৫ জন করে, বাঁশখালীতে ৪ জন, রাঙ্গুনিয়া ও চন্দনাইশে ৩ জন করে এবং সন্দ্বীপে ২ জন রয়েছেন। কর্ণফুলী উপজেলায় কোনো নতুন রোগি শনাক্ত হয়নি।
জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ১ জনে। এর মধ্যে শহরের বাসিন্দা ৯০ হাজার ৮৬৯ জন এবং গ্রামের ৩৪ হাজার ১৩২ জন।
গতকাল করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬০ জন হয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৪ জন ও গ্রামের ৬২৬ জন।
চস/স