spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে মৃত্যুশূন্যদিনে ৪৬ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। একই সময়ে নতুন করে ৪৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ১০ শতাংশ।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১৩টি ল্যাবে ২ হাজার ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। নতুন শনাক্ত ৩২ জন নগরীর বাসিন্দা। বাকি ১৪ জনের মধ্যে লোহাগাড়ার ১, আনোয়ারার ১, বাঁশখালীর ১, বোয়ালখালীর ২, রাঙ্গুনিয়ার ১, ফটিকছড়ির ১, রাউজানের ১, হাটহাজারীর ৪ ও সীতাকুণ্ডের ২ জন রয়েছেন।

এর আগে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ৫২ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯১ হাজার ৮৯২ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss