spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ইপিজেডে শিল্পপতি নাসির উদ্দিনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত

বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী ও প্যাসিফিক জিন্স লিমিটেডের মালিক শিল্পপতি নাসির উদ্দিনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ৯টায় ইপিজেডে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নাসির উদ্দিনের বড় ছেলে সৈয়দ মো. তানভীর। তিনি জানান, বুধবার ভোরে থাইল্যান্ড থেকে বিমানে তার বাবার মরদেহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আনা হয়। তারপর সকাল সাড়ে ৯টার দিকে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

তিনি জানান, বাদ যোহর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে শিল্পপতি নাসির উদ্দিনের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আছর নিজ বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সোমবার বাংলাদেশ সময় ৩টা ১৫ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাসির উদ্দিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। প্রয়াত নাসির উদ্দিন স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss