spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

হালদায় অভিযান, ১৮ হাজার মিটার ভাসান জাল জব্দ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর মা মাছ রক্ষায় অভিযানে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ১৮ হাজার মিটার সুতার ভাসান জাল, ৮টি ঠেলা জাল ও ৮টি কাঠের ডিঙ্গি নৌকা জব্দ করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হালদা নদী ও এর মোহনায় নৌ অভিযান চালিয়ে এসব জাল জব্দ করেন নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনূল ইসলাম ভূইয়া।

তিনি বলেন, অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় ৮টি কাঠের ডিঙ্গি নৌকায় আনুমানিক ১৮ হাজার মিটার সুতার ভাসান জাল ও ৮টি ঠেলা জাল জব্দ করা হয়েছে। হালদা নদীতে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত কাঠের নৌকাগুলো পানিতে ডুবিয়ে দেওয়া হয় এবং জব্দ করা জাল স্থানীয় মৎস্য কর্মকর্তার পরামর্শে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরও বলেন, হালদা নদীতে ডিম ছাড়ার সময় মোহনার দক্ষিণ পাশে‌‌র‌ কধুখালী নামের এলাকার অবৈধ মাছ শিকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। হালদা নদীর মা মাছ রক্ষায় ও প্রজননের সুরক্ষায় নৌ পুলিশের সদরঘাট নৌ থানা ও হালদা নৌ-ক্যাম্পের অভিযান অব্যাহত থাকবে।

চস/এনএইচ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss