spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চুলায় ভাতের হাড়ি রেখেই ৩ সন্তানের জননীর আত্মহত্যা!

টাঙ্গাইলের ভূঞাপুরে রান্না ঘরের চুলায় ভাতের হাড়ি রেখেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মোছা: রেনু বেগম (৪৯) নামে তিন সন্তানের জননী।

আজ মঙ্গলবার (৯ আগস্ট) সকালে উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারী স্থানীয় রহিজ উদ্দিনের স্ত্রী।

নিহতের চাচাতো ভাই জিন্নাহ আলী বলেন, আমার বোন রেনু বেগম ৪ বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। স্বামী-সন্তানরা আত্মীয়র বাড়িতে যাওয়ায়, বাড়িতে সে একাই ছিল। মঙ্গলবার সকালে কোন এক সময় ঘরের ধর্ণার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

নিহতের মা জানান, মেয়েটি মানুষিকভাবে ভারসাম্যহীন ছিল। মাঝে মধ্যে নিজের শরীরে নিজেই আঘাত করতো। এ নিয়ে চিকিৎসা করাতে চাইলেও সে রাজি হতো না।

তিনি আরো জানান, আজ সকালে রান্না ঘরে ভাত রান্না করছিল। একপর্যায়ে চুলায় ভাতের হাড়ি রেখেই পরিবারের লোকজনদের চোখ ফাঁকি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রেনু।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss