spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পরীক্ষার্থীদের ফ্রি বাস সার্ভিস দিলেন বোয়ালখালী স্টুডেন্টস এসোসিয়েশন

বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে বোয়ালখালীস্থ পরীক্ষার্থীদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফ্রি বাস সার্ভিস প্রদান করা হয়।

গত ১৬ আগস্ট মঙ্গলবার “ফ্রি বাস সার্ভিস ২০২২” এর উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, এসোসিয়েশনের উপদেষ্টা ও দক্ষিণ চট্টগ্রাম আওয়ামিলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান। আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি রিয়াজুল হক সিকদার, সাধারণ সম্পাদক আদনান হায়দার সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৭টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ২১-২২ সেশনের পরীক্ষার্থীদের নিয়ে বোয়ালখালী থানার কানুনগোপাড়া থেকে বাসটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পর এসোসিয়েশনের সদস্যরা পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়াসহ পরীক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে সার্বিক সহযোগিতা করে। বিকাল শিফটের পরীক্ষা শেষে সকল পরীক্ষার্থী নিয়ে আবার বোয়ালখালীর উদ্দেশ্যে বাসটি রওনা দিয়ে প্রত্যেক পরীক্ষার্থীকে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিয়ে প্রথম দিনের কার্যক্রম সমাপ্ত করে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss