spot_img

৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নামিবিয়ার কোচিং প্যানেলে যুক্ত হলেন মরনে মরকেল

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো ক্রিকেট খেলে সবার নজড় কেড়েছিল নামিবিয়া। এবার আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে তাদের কোচিং প্যানেলে যুক্ত করেছে মরনে মরকেলকে। দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার নামিবিয়ার বোলিং কোচের দায়িত্ব সামলাবেন।

নামিবিয়ার কোচিং প্যানেলে অবশ্য আগে থেকেই ছিলেন মরকেল পরিবারের একজন। দলটির সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এলবি মরকেল। একই প্যানেলে এবার যুক্ত হলেন তার ভাই মরনে মরকেল।

অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইতোমধ্যেই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নামিবিয়া। অভিজ্ঞদের সঙ্গে নামিবিয়ার বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। দলকে নেতৃত্ব দেবেন জেরার্ড এরাসমাস।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা অধিনায়ক এরাসমাস, জেজে স্মিত, স্টিফেন বার্ড, জেন ফ্র্যাইলিঙ্ক, নিকোল লোফটি ইটন, রুবেন ট্রাম্পেলম্যান এবং ডেভিড ভিসার মতো ক্রিকেটাররা রয়েছেন অস্ট্রেলিয়াতে হতে যাওয়া বিশ্বকাপ দলে।

প্রথমবার বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন উইকেটকিপার ব্যাটার লোহান লউরেন্স, ব্যাটার ডিভান লা কুক এবং পেসার টাঙ্গেনি লুঙ্গামেনি। বাছাই পর্বের ‘এ’ গ্রুপে রয়েছে নামিবিয়া। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং সংযুক্ত আরব আমিরাত।

১৬ অক্টোবর কার্দিনিয়া পার্কে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে নামিবিয়া। ১৮ অক্টোবর নেদারল্যান্ডস এবং ২০ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে এরাসমাসের দল। গ্রুপের সেরা দুই দল বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss