spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কাঁদতে কাঁদতে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন লেডি গাগা

কাঁদতে কাঁদতে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন বিশ্ব বিখ্যাত সংগীতশিল্পী লেডি গাগা। খারাপ আবহাওয়ার কারণে মিয়ামিতে বিশ্ব ভ্রমণের চূড়ান্ত অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছিলেন এই তারকা। তাই ভক্তদের উদ্দেশ্যে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ক্ষমা চেয়ে ভিডিও পোস্ট করেছেন তিনি।

শনিবার (১৭ সেপ্টেম্বর) হঠাৎ ঝড় শুরু হওয়ায় মিয়ামি সফরের শেষ রাতটি সম্পূর্ণ করতে পারেননি এই গায়িকা। নিরাপত্তার কারণে কনসার্টটি সংক্ষিপ্ত করতে হয়েছিল তাকে।

সে কথা জানিয়ে ভিডিওটিতে কান্নায় ভেঙে পড়েন লেডি গাগা। বলেন, ‘হ্যালো সবাই, ক্রোমাটিকা বলে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমরা সত্যিই মিয়ামিতে আজ রাতে শোটি শেষ করার চেষ্টা করেছি। কিন্তু পারিনি কারণ বৃষ্টি থামার পরেও বজ্রপাত হয়েছিল যা আমাদের খুব কাছাকাছি আঘাত করছিল।’

তিনি আরও যোগ করেন, ‘আমি সবসময় উগ্র, খারাপ চরিত্রের মতো হতে চেয়েছি, সকলকে বিনোদন দিতে চেয়েছি। কিন্তু আমি চাই সবার নিরাপত্তা। শ্রোতাদের মধ্যে কারো বা আমার ক্রু, আমার ব্যান্ড, নৃত্যশিল্পীদের কোনো সদস্যের কিছু হলে আমি করব?’

অন্য একটি ইনস্টাগ্রাম পোস্টে গাগা লিখেছেন, ‘এটি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সফর ছিল এবং আমি এই মুহূর্তটিকে চিরদিন মনে রাখবো।’

সূত্র : পিঙ্ক ভিলা

 

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss