spot_img

১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শেষ ম্যাচেও জয়ের দেখা পেল না বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের কাছে সাত উইকেটে হেরেছে বাংলাদেশ। নিয়ম রক্ষার এই ম্যাচে পাকিস্তানের বিপক্ষ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৭৩ রান তোলে বাংলাদেশ।

১৭৪ রানের লক্ষ্যটা বড় মনে হলেও পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান আর বাবর আজমের ব্যাটিংয়ে তা যেন হয়ে যায় একেবারেই ছোট। দুই ওপেনারের ফিফটিতে সাত উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়ে পাকিস্তান।

রিজওয়ান ও বাবর আজমের ১০১ রানের উদ্বোধনী জুটিতে শক্ত অবস্থান নেয় পাকিস্তান। মাঝে হাসান মাহমুদ জোড়া ধাক্কা দিলেও রিজওয়ান হাল ধরেন। তার সঙ্গে নওয়াজের ৩৬ বলে ৬৪ রানের জুটিতে ম্যাচ বের করে নেয় পাকিস্তান। রিজওয়ান ইনিংসের সাত বল বাকি থাকতে আউট হলেও নওয়াজ ২০ বলে পাঁচ চার ও এক ছয়ে ৪০ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন রেজওয়ান। এছাড়া বাবর আজম ৫৫, নেওয়াজ ৪৫ এবং আসিফ আলী দুই রান করেন। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ দুই উইকেট আর একটি উইকেট পান সৌম্য সরকার।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss