spot_img

৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শ্রীলঙ্কাকে উড়িয়ে সপ্তমবারের মতো এশিয়ার চ্যাম্পিয়ন ভারত

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ৮ ওভার ৩ বল খেলে (৬৯ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে ৭২ রান) জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারতের নারী দল।

সিলেটে এই ফাইনালে ভারতীয় বোলাররা রীতিমতো ছেলেখেলা করলেন লঙ্কান ব্যাটারদের নিয়ে। টসে জয়লাভ করে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা ক্রিকেট দল। দলীয় ৮ রানে চামারি আতাপাত্তু রান আউট হয়ে সাঝঘরে ফিরে যান।

এরপর একরান যোগ করেই মাত্র ৯ রানে দলের অন্যতম খেলোয়াড় হারসিথা মাধবী, আনুস্কা সানজেনুইনি ও হাসানি পেরেরার মূল্যবান ৪টি উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা।
তারপর অশাধি রানাসিংয়ের ১৩ রান আর ইনুকা রানাওয়েরার অপরাজিত ১৮ ছাড়া আর কেউই রানে দুই অংক ছুঁতে পারেননি।

শেষদিকে ১০ নম্বর ব্যাটার ইনোকা রানাভিরার অপরাজিত ১৮ রানে ভর করে ৯ উইকেটে ৬৫ রান করে শ্রীলঙ্কা।

ভারতের হয়ে রেনুকা সিং সর্বোচ্চ ৩ টি উইকেট নেন। তাছাড়া রাজেশ্বরী গায়কোয়াড় ২ টি ও স্নেহ রানা ১ টি করে উইকেট নেন।

এরপর সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও দলীয় ৩৫ রানেই শেফালি ভার্মা ও জেমিনাহ রদ্রিগেজের উইকেট হারায় ভারত। শেফালি করেন ৫ রান আর রদ্রিগেজ ২।

তবে স্মৃতি মান্ধানার ২৫ বলে অপরাজিত ৫১ ও হারমানপ্রীত কৌরের ১১ রানের সুবাদে হেসেখেলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss