নড়াইলের কুড়িগ্রামে ববিতা রায় নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। বুধবার (১৯ অক্টোবর) বিকেলে কুড়িগ্রামের নিজ বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে সে।
প্রতিবেশী ও মেয়েটির বন্ধুরা জানায়, এক সমবয়সী ছেলের সঙ্গে ববিতার প্রেমের সম্পর্ক ছিল। তাদের ধারণা ছেলেটি তার ফেসবুক একাউন্ট ব্লক করে দেওয়ায় অভিমান করে সে আত্মহত্যা করছে।
জানা গেছে, বুধবার দুপুরে শহরের স্বর্ণ ব্যবসায়ী বিমানেশ রায়ের কন্যা ববিতা রায় সদরের বিড়গ্রামে খালা বাড়ি থেকে মা-বাবার সঙ্গে বাসায় আসে। এরপর পরিবারের সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। বিকেলে মা তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে। পরে পরিবারের সবাই তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ, আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
চস/স


