চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয়ের প্রত্যাশা বাংলাদেশের। তবে টস জিতে প্রথম ব্যাট করে বাংলাদেশের সামনে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। রাইলি রুশোর সেঞ্চুরিতে বাংলাদেশকে ২০৬ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দিয়েছে প্রোটিয়ারা।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সিডনিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে বোলিং করতে মাঠে নামে শুরুতেই উইকেট তুলে নেয় বাংলাদেশ। তবে এরপরই টাইগার বোলারদের উপর চড়াও হন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা।
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রানের সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে দলের পক্ষে রাইলি রুশো ১০৯ রানের ইনিংস খেলেন। এছাড়া কুইন ডি কক খেলেন ৬৩ রানের ইনিংস।
চস/আজহার


