spot_img

৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাংলাদেশ ভালো দল, যথেষ্ট সমীহ করি: দ্রাবিড়

বাংলাদেশ দলকে এখন ওয়ানডে ফরম্যাটে সমীহ করে অনেকেই। তবে ফরম্যাটটা যখন টি-টোয়েন্টি, বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। অ্যাডিলেড ওভালে বুধবার ভারতের বিপক্ষে এই কঠিন ফরম্যাটেই কঠিন ম্যাচ টাইগারদের।

শেষ চারে যাওয়ার জন্য এই ম্যাচ জেতা দুই দলের জন্যেই খুবই গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান যেমন বলেই দিয়েছেন, ভারত এই ম্যাচে ফেবারিট; তেমন কথা বললেন না ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। বরং টাইগারদের ভালো দল বলে সমীহ জানালেন তিনি।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দ্রাবিড়কে বাংলাদেশ দল নিয়ে প্রশ্ন করা হয়েছিল। টাইগারদের টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের বিপক্ষে যে রেকর্ড একদমই ভালো নয় (১১ ম্যাচে মাত্র ১ জয়), সেটিও মনে করিয়ে দেন প্রশ্নকর্তা।

তবে দ্রাবিড় বাংলাদেশকে ছোট করতে চাইলেন না। তিনি বলেন, ‘বাংলাদেশ খুব ভালো দল, তাই তাদের যথেষ্ট সমীহ করি আমরা। টি-টোয়েন্টি ফরম্যাট এমনই, যেখানে আগে থেকে কিছু বলা যায় না। দুটো শট এদিকে ওদিকে চলে গেলেই জয় ও পরাজয়ের মধ্যে ফারাক হয়ে যেতে পারে।’

ভারতের হেড কোচ যোগ করেন, ‘চলতি বিশ্বকাপেই এমন অনেক ম্যাচ হয়েছে, যেখানে অঘটন ঘটেছে। ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচই দেখুন। অস্ট্রেলিয়ার উইকেট ও কন্ডিশনও বিভিন্ন দলের মধ্যে পার্থক্য ঘুচিয়ে দেওয়ার বড় কারণ। তাই যেভাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের জন্য পরিকল্পনা করা হয়েছিল, বাংলাদেশ ম্যাচের জন্যও তেমনটাই করা হবে।’

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া প্রসঙ্গে দ্রাবিড় বলেন, ‘এটা আগে থেকে ভেবে লাভ নেই। যেমন যা হবে, সেই অনুযায়ী নিজেদের মানিয়ে নিতে হবে।’

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss