spot_img

৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বেইজিংয়ে হাসপাতালে অগ্নিকাণ্ডে ২১ জনের প্রাণহানি

চীনের রাজধানী বেইজিংয়ে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে বেসরকারি চেংফেং হাসপাতালে রোগী থাকা একটি অংশে এই আগুন লাগে।

চীনা সংবাদমাধ্যম বেইজিং ডেইলির বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, হাসপাতালটি বেইজিংয়ের ফেংতাই জেলায় অবস্থিত। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫৭ মিনিটে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ১টা ৩৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার দুই ঘণ্টা পরও উদ্ধার অভিযান অব্যাহত থাকে।

আগুন লাগার পর মোট ৭১ জনকে ভবন থেকে অন্যত্র সরিয়ে নেয়া হয়। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ২১ জন মারা গেছেন।

হাসপাতালের ভবনটিতে থাকা সব রোগীকে পাওয়া গেছে এবং সরিয়ে নেয়া হয়েছে কিনা তা জানা যায়নি।

চীনা সোশ্যাল মিডিয়া ওয়েইবোতে এক ব্যবহারকারী লিখেছেন, এটি বেদনাদায়ক। আমি বাড়ির জানাল থেকে দুর্ঘটনা দেখেছি। দুপুরে অনেক মানুষ এসির ওপর ছিলেন। অনেকে লাফ দিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। চীনের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা বিরল।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss